নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৫,এপ্রিল :: ফলের রাজা আম, আম খেতে কে না ভালোবাসে। মাছে ভাতে বাঙালির প্রিয় ফলের তালিকায় রয়েছে আম। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস আমের ভরা সময়।
এই দুই মাস শিলিগুড়ির বাজারে বিছিয়ে থাকে বিভিন্ন প্রজাতির আম। বৈশাখ মাস পড়ার সাথে সাথে বাজারে আম আসতে শুরু করেছে। তবে এখনই মালদার ফজলি ল্যাংড়া আম এসে পৌঁছায়নি। এই বিষয়ে বিধান মার্কেটের এক দোকানদার জানিয়েছেন, বর্তমানে বাজার জুড়ে আছে দক্ষিণ ভারতের আম।
আমের চাহিদা বাড়ছে, আমের দাম বর্তমানে কেজি প্রতি ১০০ টাকা চলছে, বা তার কিছুটা বেশি। মালদার আম প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান আরো কিছুটা সময় লাগবে মালদার আম শিলিগুড়ির বাজারে আসতে।