সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৪,জুলাই :: আলু পেয়াজ শাকসবজির দাম বেশি, দাম বেশি হওয়ার কারণে খরিদ্দারের আনাগোনা কম। এই প্রসঙ্গে সবজি বিক্রেতারা জানিয়েছেন প্রতিবছর বর্ষাকালে আলু পেঁয়াজ শাকসবজির দাম বেশি থাকে ।
বর্ষাকাল চলছে সেই কারণে এই বছরও অন্যান্য বছরের মতো শাকসবজি আলু পেঁয়াজের দাম বেশি। দাম বেশি হওয়ার কারণে ক্রেতার আনাগোনা একটু কমেছে, সবজি বিক্রেতারা জানাচ্ছেন বর্ষাকাল চলে গেলেই আবার স্বাভাবিক হয়ে যাবে শাক সবজির দাম।।