সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: আজ মহা শিবরাত্রি। বিভিন্ন জায়গায় মহা শিবরাত্রি উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে। আর মহা শিবরাত্রি সময় ফলের একটা আলাদা রকম চাহিদা থাকে। কারণ দেবাদিদেব মহাদেবের পুজোয় বিভিন্ন রকমের ফল লাগে
তার মধ্যে উল্লেখযোগ্য বেল। শিলিগুড়ির বিভিন্ন ফলের বাজার গুলিতে দেখা গেল বিভিন্ন রকমের ফল প্রচুর পরিমাণে রয়েছে। বেলের দাম ১০ টাকা প্রতি পিস। এছাড়া রয়েছে নারকেল কুল, নারকেল, কমলালেবু, পেয়ারা, এছাড়া আরো অনেক রকমের ফল।
ফল বিক্রেতারা জানিয়েছেন শিবরাত্রির বাজারে মানুষের সমাগম হতে শুরু করেছে মঙ্গলবার রাত থেকে। আশা করছেন এবছর ভালোই ফল বিক্রি হবে শিবরাত্রি উপলক্ষে।