সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে । বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে নয়ত বা তাদের উপর অত্যাচার করা হচ্ছে ।দেশের বিভিন্ন জেলায় কাজে গিয়ে এভাবেই আক্রমণের শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই বিষয়টি সামনে এনে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল ।
বুধবার শিলিগুড়ির মেডিকেল মোড়ে তৃনমূল যুব কংগ্রেসের তরফ থেকে এক অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শঙ্কর মালাকার সহ যুব তৃনমূলের কর্মী ও সমর্থকরা।