সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২০,এপ্রিল :: শিলিগুড়ির সাঁই দরবারের বাৎসরিক অনুষ্ঠান এদিন থেকে শুরু হল। হায়দার পাড়া বুদ্ধ ভারতী স্কুলের সামনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।মোট দুই দিন ধরে এই অনুষ্ঠান চলবে।
আজ থেকে এই অনুষ্ঠানে শুরু হয়েছে চলবে আগামী কাল পর্যন্ত। বিভিন্ন কর্মসূচি থাকছে । উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।