সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৪,জানুয়ারি :: ৭৫ তম বর্ষে শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে কেন্দ্র করে গোটা শিলিগুড়ি শহরের সাজো সাজো রব। সকাল সকাল মাকে পুষ্পাঞ্জলি দিয়ে অনেকেই ঘুরতে বেরিয়ে গেছেন।
বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো উপলক্ষে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এসব মিলিয়ে জমজমাট শহর শিলিগুড়ি। শিলিগুড়ি কলেজের সরস্বতী পুজো ৭৫ তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরের মতো এ বছরেও শিলিগুড়ি কলেজের সরস্বতী পুজো ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় পুজো প্রাঙ্গনে। শিলিগুড়ি কলেজের সরস্বতী পুজোর প্রতিমার উচ্চতা এবারে অন্তত ২১ ফিট। উদ্যোক্তারা জানিয়েছেন পুজো উপলক্ষে সন্ধ্যের থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

