সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৩,এপ্রিল :: এদিন শিলিগুড়ি জংশনের সামনে বিজেপি এক নম্বর মন্ডলের তরফ থেকে রাস্তা অবরোধ করা হয়। বেশ কিছুক্ষণের জন্য চলে এই অবরোধ।
মূলত চাকরি হারা শিক্ষকদের বিষয় নিয়ে পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে এই রাস্তা অবরোধ চলে। বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি ঠিক হয়। প্রসঙ্গত এরপর অবরোধ উঠে যায়।