সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: শীতকাল মানেই এক আলাদা আমেজ, সকালে ঘন কুয়াশা ঝিরঝিরে উত্তরে হাওয়া মিলেমিশে নস্টালজিয়া। ঘন কুয়াশার মধ্যে পথ চলা কিংবা উষ্ণতার খোঁজে চায়ের দোকানে সত্যিই এক অদ্ভুত অনুভূতি। পাশাপাশি অনেকেই এই পিকনিক যেতে ভালোবাসেন।
কেউ বেছে ডুয়ার্স কেউবা পাহাড় । পরিবারের সাথে বন্ধু-বান্ধবদের সাথে গিয়ে সারাদিন এক অনাবিল আনন্দ। শিলিগুড়ি থেকে ১ ঘন্টা ১৫ মিনিট পৌঁছে যাওয়া যাবে দুধিয়া। পাহাড়ের মাঝে নদী এক অপূর্ব দৃশ্য তার মাঝে পিকনিক করার মজাটাই আলাদা। পাহাড়ি নদীর টলমলে জল সত্যিই এক অদ্ভুত অনুভূতি।
এবার দেখা গেল সংলগ্ন এলাকায় পিকনিক করতে প্রচুর মানুষের উপস্থিতি। বলা যেতে পারে সংলগ্ন এলাকায় পিকনিকে মানুষের ঢল । এই প্রসঙ্গে কয়েকজন যারা পিকনিক করতে গিয়েছিলেন তারা জানান তাদের খুব সুন্দর জায়গা, দারুন অনুভূতি হচ্ছে পিকনিক করতে।