শিলিগুড়ি থেকে অমিত শাহের হুঙ্কার: ধরে ধরে অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩১,জানুয়ারি :: অনুপ্রবেশ ইস্যুতে ফের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার শিলিগুড়িতে এক রাজনৈতিক সভা থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। যারা অবৈধভাবে দেশে ঢুকেছে, তাদের ধরে ধরে চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে।”

সভামঞ্চ থেকে অমিত শাহ রাজ্য সরকারকে নিশানা করে অভিযোগ করেন,অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং এর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।

শনিবার শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে শা বলেন, “দিদির নজরে উত্তরবঙ্গ শুধু সোনার ডিম পাড়া মুরগি। এটা বেশিদিন চলবে না। এপ্রিলের শেষেই আপনার বিদায় ঘণ্টা বেজে যাবে।”

উত্তরবঙ্গবাসীর জন্য এক বিশেষ প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনসংখ্যা ও আয়তন অনুযায়ী উত্তরবঙ্গের প্রাপ্য বাজেটের থেকে অন্তত এক টাকা হলেও বেশি বরাদ্দ করবে বিজেপি সরকার। উত্তরবঙ্গে একটি এইমসের প্রয়োজন।তাঁর কথায়, “সীমান্ত সুরক্ষায় ব্যর্থতার ফল ভুগছে সাধারণ মানুষ। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করা হবে এবং দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং নাগরিকত্ব সংক্রান্ত আইন কার্যকর করে প্রকৃত নাগরিকদের অধিকার সুরক্ষিত করা হবে। “কোনো গরিব বা সংখ্যালঘু নাগরিক ভয় পাবেন না, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এই দেশে আর জায়গা থাকবে না,”—জোর গলায় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক নেতা উপস্থিত ছিলেন। অমিত শাহের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলি একে বিভাজনের রাজনীতি বলে কটাক্ষ করেছে।

আগামী নির্বাচনের আগে শিলিগুড়ির মঞ্চ থেকে দেওয়া এই হুঙ্কার যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =