সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৭,আগস্ট :: ২৬এ পা তৃণমূল ছাত্র পরিষদের। আগামী ২৮শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর তাকেই হাতিয়ার করে কলকাতায় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শ’য়ে শ’য়ে ছাত্র যুবরা রওনা দিতে শুরু করেছেন। দার্জিলিং জেলা সমতলেও ব্যতিক্রম হয়নি।
সমতলের তৃণমূল ছাত্র যুবরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতা গামী ট্রেন ধরতে রবিবার সকাল সকালই নিউ জলপাইগুড়ি স্টেশনে হাজির হন হাজার হাজার ছাত্র পরিষদের কর্মীরা। আজ তাদের ট্রেন ধরার আগে শিলিগুড়ি টাউন ব্লক ৩ তৃনমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়। এই সমাবেশ ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিং জেলা তৃণমূলের অন্দরে।
ছাত্রদের ট্রেন ধরতে যাতে কোনো অসুবিধে না হয়, সেদিকে নজর রাখতে স্টেশনে উপস্থিত ছিলেন স্বয়ং দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনি নিজে তদারকি করেন সবটা এবং ছাত্র যুবরা ট্রেনে না ওঠা পর্যন্ত অপেক্ষা করেন।