সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৯,আগস্ট :: নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল এক কিশোর। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে গিয়ে উদ্ধার করে কিন্তু নিথর অবস্থায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার
জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা লাটাই বর্মনের ছেলে বাদল বর্মন সহ আরও বেশ কয়েকজন মিলে সাহুডাঙ্গী অধিকার পল্লীর রেল ব্রিজ সংলগ্ন নদীতে এসেছিল স্নান করতে। পরিকল্পনা মাফিক জলে নামে স্নান করতে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, স্নান করতে নেমে রেল ব্রিজের পিলারে আটকে পড়ে সে। উঠে আসার অনেক চেষ্টা করেও পারেনি। পরিস্থিতি বেগতিক দেখে তার সাথে থাকা বন্ধুরা চিৎকার জুড়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। তৎক্ষণাৎ তারা জলে নেমে বাদলকে উদ্ধারের চেষ্টা চালায়। এমনকি উদ্ধার করতে সক্ষমও হয়।
পরে খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার অন্তর্গত আমবাড়ি ফাঁড়ির পুলিশকে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পুলিশ এসে বাদলকে নিয়ে যায় হাসপাতালে। যদিও স্থানীয়দের অনুমান, বাদলের দেহ উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি