সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: দীর্ঘদিনের বকেয়া টাকা দাবিতে শিলিগুড়ি পি.এইচ.ই কন্টাকটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডেপুটেশন প্রদান কর্মসূচি। এদিন জোসনাময়ী স্কুল সংলগ্ন পি এইচ ই অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে তারা বকেয়া টাকা পাচ্ছেন না। সেই কারণে তাদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এবং তাদের কর্মচারীদেরও তারা সঠিকভাবে বেতন দিতে পাচ্ছেন না। কাজের বকেয়া টাকা পেয়ে গেলে তারা উপকৃত হবে এ বিষয়ে জানান।