সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ০১,ডিসেম্বর :: শিলিগুড়ি পুরনিগম।কর্তৃক ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ। এদিন সকালে ক্ষুদিরাম পল্লী একটি বাড়িতে অবৈধ ছাদের উপর টিনের ছাউনি ও দুটি বাথরুম ভেঙে ফেলা হলো। প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে কোনরকম প্ল্যান পাস না করে বাড়িটির উপর অবৈধ টিনের ছাউনি ও নিচে দুটি বাথরুম নির্মাণ করা হয়েছিল।

বিল্ডিংটির নিচে ওষুধের দোকান এছাড়া প্রথম ও দ্বিতীয় তলায় রাখা ওষুধপত্র ও চিকিৎসার জিনিসপত্র সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছে ব্যবসায়ীরা শিলিগুড়ি পুর নিগমের কাছে।