সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৭, জুলাই :: শিলিগুড়ি শহরের স্বাস্থ্য পরিষেবার বিশেষভাবে উন্নয়নের উদ্দেশ্যে এবং শিলিগুড়ি পুরনিগমের আওতায় একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে এদিন
শিলিগুড়ি পুর নিগমের ২৩ নং ওয়ার্ডে অবস্থিত মাতৃসদন সংলগ্ন স্থানে ৩০ শয্যা বিশিষ্ট দ্বিতীয় ভবন নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে।
প্রকল্পটি যাতে দ্রুত সুসম্পন্ন হয় সেই উদ্দেশ্যে এদিন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব , মুখ্য স্বাস্থ্য আধিকারিক, দার্জিলিং, ডেপুটি মেয়র, স্বাস্থ্য বিভাগের মেয়র-পারিষদ, ওয়ার্ড কাউন্সিলর এবং পুরনিগমের বাস্তুকারদের নিয়ে সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন।