সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৮,জানুয়ারি :: প্রতিবছরের মতো এই বছরও বিবেকানন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিবেকানন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।
উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার, এছাড়া আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা। ৫০ মিটার ১০০ মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। বিভিন্ন ইভেন্ট গুলিতে যারা জয়ী হবে তাদের দেওয়া হবে পুরস্কার।