সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৩১,ডিসেম্বর :: সারা বছরই বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে শীতের মৌসুমে সেই পর্যটকদের আনাগোনা আরো বেড়ে যায়। এবছর শীত নামতেই বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের ঢল নেমেছে। গত ২৪ ও ২৫ টানা দুই দিন ছুটি থাকার কারণে উপচে পড়েছিল পর্যটকদের ভিড়।
বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হোক দ্রুত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। বড়দিনের দিন রেকর্ড পরিমাণে জনসমাগম হয়েছিল। প্রসঙ্গত বনের বিভিন্ন জীবজন্তুদের দেখতে দূর দূরান্ত থেকে দর্শক ও পর্যটকরা ভিড় করেন এই বেঙ্গল সাফারি পার্কে। সাধারণত সোমবার দিন সংশ্লিষ্ট পার্ক কর্তৃপক্ষ পার্ক বন্ধ রাখেন। তবে আগামী সোমবার পড়েছে বর্ষবরণের দিন তাই দর্শক ও পর্যটকদের কথা মাথায় রেখে এই দিন পার্ক খোলা থাকবে। তারা আশা রাখছেন প্রচুর ভিড় হবে আগামী রবি ও সোমবার।