সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৯,ডিসেম্বর :: খেলাধুলার শহর বলে পরিচিত শিলিগুড়ি। শীতের মরশুমে শহর জুড়ে খেলাধুলার আবহাওয়া। আজ সকালে শিলিগুড়ি মেয়র কাপ আন্ত বিদ্যালয় তাহলে কবাডি প্রতিযোগিতার শুভ সূচনা পর্ব অনুষ্ঠিত হল।
আজও আগামীকাল দুই দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতা শুভ সূচনা হয়। মেয়র গৌতম দেব প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিলিগুড়ি মেয়র কাপ আন্ত বিদ্যালয় কবাডি প্রতিযোগিতার শুভ সূচনা করেন। বালক ও বালিকা উভয় বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

