সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৬,আগস্ট :: রাত পেরোলেই মনসা পূজো। শিলিগুড়ি শহরে মনসা পূজোকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ। চারিদিকে সাজো সাজো রব।
পুজোর দ্রব্য সামগ্রী ও উপকরণ কিনতে সকাল থেকেই ছিল বাজারে মানুষের সমাগম। শিলিগুড়ি বিধান মার্কেটে প্রত্যেক বছর মনসা পূজোর আগে মা মনসার প্রতিমা বিক্রি হয়ে থাকে। এবছরও দেখা গেল ছোট বড় মাঝারি সব রকম আয়তনের প্রতিমা রয়েছে।