শিলিগুড়ি সংকট মোচন মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভীড়।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৩,এপ্রিল :: শিলিগুড়ি সংকটমোচন মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভীড়।

হনুমান জয়ন্তী উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরও এই মন্দিরে দেখা যায় প্রচুর ভক্তদের সমাগম । দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এই মন্দিরে পুজো দিতে । শ্রদ্ধালু ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গন উৎসব মুখরিত হয়ে ওঠে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =