শিলিগুড়ি হায়দার পাড়া যুব সংঘের থিম বন্দী শৈশব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১২,অক্টোবর :: শিলিগুড়ি হায়দার পাড়া যুব সংঘের থিম বন্দী শৈশব। দুর্দান্ত মণ্ডপ নজর কেড়েছে, প্রসঙ্গত এদিন মহা অষ্টমীর সকালে দেখা যায় সৎ গুরু কৃপা আপনার ঘরের তরফ থেকে পুজো পরিক্রমায় ।

হায়দারাপাড়া পূজা মন্ডপে পৌঁছান তারা। মহা পঞ্চমীর দিনও তারা পুজো পরিক্রমায় বেরিয়েছিলেন। এদিনও তারা পুজো পরিক্রমায় বেরিয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =