সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১২,জানুয়ারি :: আজ থেকে শুভ সূচনা হয়ে গেল ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “উন্মেলনের”। এদিন সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের শুভ সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।
আজ থেকে শুরু হওয়া ওয়ার্ড উৎসব উন্মিলন চলবে আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত। শুভ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত, বিশিষ্ট ব্যক্তিবর্গও ও ওয়ার্ডের নাগরিকরা। সাত দিন ধরে চলা ওয়ার্ড উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা থাকবে।
এদিন দুপুরে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের ওয়ার্ড উৎসবে থাকছে ব্যাডমিন্টন ক্যারাম সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছে নৃত্য, সংগীত সহ আরো বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
ওয়ার্ড উৎসবের শুভ উদ্বোধন পর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় পা মেলান ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত এছাড়া ওয়ার্ডের বাসিন্দারা। ওয়ার্ড উৎসবকে কেন্দ্র করে ১৪ নম্বর ওয়ার্ডের উৎসবমুখর পরিবেশ।

