সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৮,এপ্রিল :: পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে শিলিগুড়ি পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন সন্ধ্যায় ৩৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এছাড়া অন্যান্য কাউন্সিলরা। প্রথমে সম্মানীয় অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন সংশ্লিষ্ট ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সরকার।