শিলিগুড়িতেও অমিল দার্জিলিং এর কমলা লেবু – চাষীদের অভিযোগ সরকারী দপ্তরের অনীহা ও পরিবেশ দূষণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শীতের মরশুমের শুরুতেই শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে প্রচুর পরিমানে আমদানি হয়ে থাকতো দার্জিলিং এর কমলা লেবুর।গতবছর গুলির মত এবারও কমলা লেবুর দেখা গেল না বাজারে।গুটি কয়েক দোকানে কমলা লেবু আসলেও তার দাম এতটাই যে মধ্যবিত্তদের ধরা ছোয়ার বাইরে।

ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে,দার্জিলিং এর কমলা লেবুর স্বাদ নিতে না পারলেও নাগপুর,ভূটান ও কেনো নিয়ে কাজ চালাতে হচ্ছে।পরিবেশ দূষন ও কৃষি দফতরকেই মূলত দায়ী করছে কমলা চাষীরা।অন্যান্য চাষের মত কমলা চাষে কৃষি দফতের ভূমিকা নেই বলে অভিযোগ করেন।পাশাপাশি গাছের গ্রোথ ও ফলন কম হওয়ার জন্য পরিবেশ দূষনকে দায়ী করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =