নিজস্ব সংবাদদাতা :: শিলিগুড়ি :: সংবাদ প্রবাহ :: বৃষ্টির কারনে বেড়ে গেছে মশা।তাই আজ থেকেই তৃণমূল কংগ্রেসের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলার পিঙ্কি সাহা গোটা ওয়ার্ডে মশার জীবানুনাশক স্প্রে করলেন।তিনি জানালেন দুদিন আগের প্রচণ্ডভাবে বৃষ্টির কারনে এখনো শিলিগুড়ির অনেক ওয়ার্ডেই জল জমে আছে।
আর জমা জল থেকে উঠে আসছে মশা। সন্ধ্যা হলেই মশার অত্যাচার এতটাই বেড়ে গেছে যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মশার জন্য।আর ডেঙ্গুর ভয় তো আছেই।তাই আজ সকালেই নির্দেশ দিয়েছিলাম যাতে গোটা ওয়ার্ডে ধোয়া এবং স্প্রে করা হয়।এদিন পিঙ্কি সাহা এবং হারাধন সাহা গোটা ওয়ার্ড ঘুরে ঘুরে মশার স্প্রে করেন। পিঙ্কি সাহা জানান আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি।তাই ওয়ার্ডের মানুষেরা যখন প্রচণ্ড বিব্রত মশার জন্য তখন ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করলাম।