শিলিগুড়িতে মে দিবস পালন করলো শ্রমিক সংগঠনগুলি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: আজ পয়লা মে অর্থাৎ আজ মে দিবস বা শ্রমিক দিবস। এই মহান মে দিবস শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ইতিহাসে অনন্য এক দিন। সারা বিশ্বে জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দেশের বিভিন্ন জায়গায় মে দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।ভারতে প্রথম মে দিবস উদযাপন হয় মাদ্রাজে অর্থাৎ এখনকার চেন্নাইয়ে। ১৯২৩ সালে প্রথম মে ডে পালন করেন দ্য লেবার কিসান পার্টি অফ হিন্দুস্থান।এই মে দিবস উপলক্ষে শিলিগুড়ির AIREC-এর পক্ষ থেকে রবিবার রক্ত পতাকা উত্তোলন করা হয় | একটি সেমিনারের আয়োজন করা হয়। সকল শহীদদের স্মরণ করে ১ মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভরম্ভ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =