নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ফুলবাড়ি বাজার এলাকায় বাড়ি তৈরি করছেন শম্ভু নাথ সাহা নামে এক ব্যক্তি। এদিন শ্রমিকরা মাটি কাটার সময় একটি বিরল প্রজাতির প্রাণীকে দেখতে পান। গিরগিটির মতো দেখতে হলেও প্রাণীটি আকারে অনেকটাই বড়।
বিরল প্রজাতির প্রাণীকে দেখবার জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। এরপর বৈকুন্ঠপুর বনবিভাগের খবর দেওয়া হয়। সংশ্লিষ্ট বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে বিরল প্রজাতির তক্ষকটি উদ্ধারকে উদ্ধার করে। এরপর বনদপ্তরের কর্মীরা তক্ষকটিকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে ।