শিলিগুড়ি কাটমান্ডু রাজ্য সরকারী বাস পরিষেবা চালু হলো এন জে পি থেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: আজ থেকে এন জেপী -কাঠমুন্ডু বাস পরিষেবা শুরু করল এন বি এস টি সি।আজ থেকে সপ্তাহে তিনদিন এনজেপী থেকে কাঠমুন্ডু বাস পরিষেবা শুরু হতে চলেছে। এর অর্থ ট্রেন থেকে নেমে যাত্রীদের আর কষ্ট করতে হবে না, ষ্টেশনের বাইরে থেকে সরাসরি নেপাল যাওয়ার বাস পেয়ে যাবেন।

উত্তরবঙ্গ পরিবহন নিগমের করা এই উদ্যেগকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। সপ্তাহে তিনদিন এই বাস যাবে এন জে পি থেকে।আবার নেপাল থেকে সপ্তাহে তিনদিন ছাড়বে বাস।এর অর্থ কাঠমুন্ডু থেকে কলকাতা এখন অনেকটাই সহজ হয়ে যাবে যাত্রীদের কাছে।

এনজেপী থেকে বাস ছাড়বে বিকেল তিনটের সময়।নেপাল বাস ছাড়বে সকাল এগারোটার সময়।এনজেপী থেকে বাস ছাড়ার খবরে খুশী এনজেপী রেলের আধিকারিকেরাও তারাও জানিয়েছেন এতে রেল এবং বাস দুই পরিষেবারই উপকার হবে।এতে কলকাতা থেকে নেপালের যাত্রীদের সরাসরি নেপালে পৌছে দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =