নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শিলিগুড়ি পানিট্যাঙ্কি -র বাসিন্দা ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র শ্রী অরবিন্দ ছেত্রী আটকে আছেন ইউক্রেনে।তার বাবা মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন।আরবিন্দ ছেত্রীর বাবা সুভাষ ছেত্রী পেশায় একজন ইষ্কুল শিক্ষক মা অনিতা ছেত্রী গৃহবধু ছেলের চিন্তায় খাওয়া ঘুম চলে গেছে তাদের।অরবিন্দ ছেত্রীর বোন সুজাতা দাদার সাথে ভিডিও কলিং এর মাধ্যমে যোগাযোগ রাখছে।তাদেরও মন খারাপ।তবে সে জানায় তার দাদা ফিরবে খুব তাড়াতাড়ি।তারা জানালেন বরাবরই প্রতিভাবান তাদের ছেলে।তাদেরও প্রচণ্ড ইচ্ছা ছিলো তাদের সন্তান ডাক্তার হবে। তারাও সবকিছু ভুলে গিয়ে কলকাতা থেকে পড়াশোনা করিয়েছেন তাকে।আজকে তাদের সাথে দেখা করতে আসলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব।
গৌতম দেব তার পরিবারের সাথে কথা বলে তাদের সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। গৌতম দেব আরো জানালেন মুখ্যমন্ত্রীর উদ্যেগে দিল্লী থেকে শিলিগুড়িতে যারা আসছেন ইউক্রেন থেকে তাদের সম্পুর্ন নিখরচে নিয়ে আসা হবে।