শিল্পী হয়েছি, আর কিছু চাইনা, শান্তিপুরে এসে বললেন মদন মিত্র

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছি, স্বপ্ন ছিল শিল্পী হব, সেটাও হয়ে গেলাম। জীবনে আর চাওয়া-পাওয়া কিছু থাকলো না। নদীয়ার শান্তিপুরে শ্রেষ্ঠ রাস উৎসবের সম্মান প্রদান অনুষ্ঠানে এসে একথা বললেন তৃণমূল নেতা মদন মিত্র। গতকাল রাতে শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে শান্তিপুরের শ্রেষ্ঠ রাজবাড়ীতে সম্মান প্রদান করা হয়। সেখানেই শিল্পী হিসাবে আমন্ত্রণ জানানো হয় তৃণমূল নেতা মদন মিত্র কে। তাকে শিল্পীর সম্মান দেওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বিধায়ক মন্ত্রী সবকিছু হয়েছি। ইচ্ছা ছিল শিল্পী হব। এখানে শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে আমি আপ্লুত। জীবনে আর চাওয়া-পাওয়ার কিছুই থাকলো না, সবই পেয়ে গেলাম। এর পাশাপাশি ত্রিপুরার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন ত্রিপুরাতে খেলা চলছে আর খেলা হবে। এই সম্মান প্রদান অনুষ্ঠানে মদন মিত্র পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজো কিশোর গোস্বামী সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =