সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৮,আগস্ট :: মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত হলো শিল্পের সমাধানে এমএসএমই কাম্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই এমএসএম ই ক্যাম্প । যার আয়োজক ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিম বঙ্গ সরকার।
জানা গিয়েছে এই ক্যাম্প প্রতি টি জেলার প্রতিটি ব্লক অফিসে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত প্রতিটি বোরো অফিসে পাঁচ দিনব্যাপী এমএসএমই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
যার দরুন ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগীরা রাজ্যের শিল্পকে আরো উন্নত করতে সক্ষম হবে। ১আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙ জেলার জেলাশাসক এস পুনাম্বালাম, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি পুরণিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ,সিডা এর ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গার, সহ সঞ্জয় টিব্রুয়াল মেম্বার অফ এমএসএমই নর্থ বেঙ্গল। এবং ডিরেক্টর অফ এম এস এম ই রাজ্কুমার মৃধা।