নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৭,ডিসেম্বর :: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে মালদা জেলার সমস্ত ইন্ডাস্ট্রি তথা শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মরত এম্প্লয়ীদের সুবিধার্থে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তথা জাতীয় ব্যাংকে একাউন্ট করে লেনদেনের সুবিধার বন্দোবস্ত করা হয়, যাতে সমস্ত শিল্প কারখানার কর্মীবৃন্দ তাদের পারিশ্রমিকের অর্থ সহজ শর্তে বিভিন্ন ক্ষেত্রে লেনদেন করতে পারেন এবং এটিএম কার্ডেরও সংযুক্ত থাকবে এই একাউন্টের সঙ্গে।
এ বিষয়ে মালদা মার্চেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন মালদা জেলার সমস্ত শিল্প ও কারখানা গুলিতে ধাপে ধাপে ক্যাম্প করে এমপ্লয়ীদের জিরো ব্যালেন্সে একাউন্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে,
আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারি ব্যবস্থাপক, লোকেশ কুমার এবং ব্যাংকের কর্মীবৃন্দ সহ মালদা মার্চেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য বৃন্দ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ

