নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: সোমবার,৫মে :: পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত রায়পুর গ্রামের কাছে শিল্যা-রামগোপালপুর রোডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শিল্যা থেকে পারাজগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানজমিতে উল্টে পড়ে যায়।
এই ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালির টোল ট্যাক্স অফিসের সামনে রাস্তার একদিকে বালি ফেলে রাখা ছিল, যার ফলে রাস্তা সরু হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এর জেরেই চালক নিয়ন্ত্রণ হারান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে।
তারা টোল ট্যাক্স অফিসের সামনে পথ অবরোধ করে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।