শিশুদের পাতে এবার গোটা ডিমের পরিবর্তে অর্ধেক ডিম , পঞ্চায়েতে দারস্থ হল বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান  :: বৃহস্পতিবার ১১,জানুয়ারি :: শিশুদের পাতে এবার গোটা ডিমের পরিবর্তে অর্ধেক ডিম , পঞ্চায়েতে দারস্থ হল বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কর্মীরা। গত দু মাস ধরে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বিভিন্ন এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাদ্যদ্রব্য না পৌঁছানো নিয়ে ও সরকারি ধার্য মূল্য থেকে অতিরিক্ত বৃদ্ধি পায় ডিম ও জ্বালানীর খরচ।

জামালপুরের পাচরা পঞ্চায়েত এলাকার সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা মৌখিক ভাবে জানানোর জন্য উপস্থিত হলেন জামালপুরের পাঁচরা পঞ্চায়েতে অঙ্গনারী কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি ধার্য মূল্য অনুযায়ী ডিম ও জ্বালানির খরচ বৃদ্ধি পাওয়ায় বারে বারে সমস্যায় পড়ছেন তারা ঘাটতি হচ্ছে প্রতিমাসে নিজেদের বেতন থেকে ঘাটতি পূরণ করতে হচ্ছে নিজেদের বেতন থেকে ।

এছাড়াও সঠিক সময় খাদ্যদ্রব্য না পৌঁছান নিয়ে বিশেষভাবে অভিযোগ জানান তারা অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা জানিয়েছেন গত সপ্তাহে জামালপুর ব্লকের বিডিও ও সিডিপিও তে ডেপুটেশন জমা দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =