নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা এলাকার ঘটনা। বসিরহাট মহাকুমা আদালতের সরকারি পিপি গোলাম মোস্তফা বলেন,
২০১৮ সালে বছরে ১১ নাবালিকাকে ধর্ষণ করে ভয়-ভীতি দেখিয়ে লাগাতার তিন মাস ধরে ধর্ষণ। সেই কথা জানালে তাকে ভয় ও প্রাণে মেরে হালার হুমকি দেয় এই ঘটনা পুরো নিজের আত্মীয় তথা মাসি বছর ৪৫ এর তাজমিরা বিবি কে জানালে এই ঘটনা দেখে ফেলেছিল তাজমিরা।
এই নিয়ে গন্ডগোল ঝামেলা বাদে স্বামী জামশেদ মোল্ল ৮.৪. ২০১৮ রাত্রিবেলা স্ত্রী তাজমিরা কে বালিশ চাপা দিয়ে খুন করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয় স্বামী। ২০১৮ সালে ওই নাবালিকা
মেসো জামশেদ মোল্লার এখন বয়স ৫৪ অর্থাৎ মেশো বিরুদ্ধে নির্যাতিতা নাবালিকা পক্স আইনে বাদুড়িয়া থানায় লাগাতার ধর্ষণ দেখে ফেলায় মাসি তাজমিরা বিবি কি খুন করেন সেই মামলা বসিহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক থ্রি এতদিন ধরে বিচার চলছে ।
শনিবার রায় ঘোষণা হয় যাবজ্জীবন সাজা নির্যাতিতা তরুণী এই রায়ে তিনি খুশি বলেন ধর্ষণের জন্য ফাঁসি চাই। খুনের জন্য জামশেদ মোল্লাকে যাবজ্জীবন অর্থাৎ ১২ বছর জেল ঘোষণা করলেন বসিরহাট মহাকুমা আদালত। সঞ্জয় নস্কর ইতিমধ্যে অভিযুক্ত পাঁচ বছর জেল খেটেছেন ধর্ষণের মামলায় নির্যাতিতা ফাঁসি চাইছেন ওই অভিযুক্তের