নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: আগামীকাল ১৪ নভেম্বর, শিশু দিবস।শিশু দিবসের প্রাক্কালে রবিবার সকালে শিশুদের নিয়ে মহা মিছিলের আয়োজন করা হয় হাওড়ায়। হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্তীর উদ্যোগে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের পরিচালনায় এদিন ওই কর্মসূচি নেওয়া হয়।
শিশুদের মহা মিছিল শুরু হয় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে। কয়েক হাজার শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে ওই মিছিল এরপর নরসিংহ দত্ত রোড, খুরুট মোড়, পার্বতী সিনেমা মোড়, ঘোষপাড়া, দালাল পুকুর মোড় হয়ে নতুন রাস্তা মোড়ে এসে শেষ হয়। শিশু নির্যাতন, শিশু শ্রম থেকে শুরু করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা দেওয়া হয় এই মিছিলের মাধ্যমে।
এদিন সুজয় চক্রবর্তী বলেন, শিশুদের নিয়ে এই মিছিল আমরা প্রতি বছরই করে থাকি। কোভিডের কারণে শুধু গত ২ বছর আমরা মিছিলের আয়োজন করতে পারিনি। কন্যা ভ্রূণ হত্যা, শিশুদের উপর নির্যাতন, শিশু শ্রম যাতে বন্ধ হয় তার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও প্লাস্টিক বর্জন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে।