নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য মিড ডে মিল স্পেশাল মেনু মাংস ভাত। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদেরকে নিজের হাতে মাংস-ভাত পরিবেশন করলেন জলপাইগুড়ি ডিপিএসসি র চেয়ারম্যান।
শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে। স্কুলের কচিকাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস। সাত সকালে স্কুল প্রাঙ্গনে মটু পাতলু দুই কার্টুনকে ঘিরে স্কুল পড়ুয়াদের মধ্যে দারুন আনন্দ লক্ষ্য করা গেল। শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়ার যেমন খুশি তেমন সেজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ডি পিএসসির চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায় উপস্থিত থেকে রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালিত হয়। অনুষ্ঠানে শিশুদেরকে চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি এদিন মিড ডে মিল এর মেনুতে শিশুদের জন্য স্পেশাল ডিস হিসেবে মাংস ভাতের আয়োজন করা হয়।