শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মারা গেছেন। তবুও তাঁর নামে বেতন তোলা হচ্ছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: শুক্রবার ২৯,আগস্ট :: শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মারা গেছেন। তবুও তাঁর নামে বেতন তোলা হচ্ছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত প্রহরাজ।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, এবং এগরা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। দেবব্রত বাবুর দাবি, এগরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে উলিপুর মেনকা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে।

সেখানে কবিতা পঞ্চাধ্যায়ী নামে এক শিক্ষিকা ছিলেন। ২০২৪ সালের, ১৫ অক্টোবর সেই শিক্ষিকার মৃত্যু হয়। এই পৌরসভার চৌদ্দটি ওয়ার্ডে বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে।

অন্য একটি শিশু শিক্ষা কেন্দ্রে অবৈধভাবে আরও একজন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে মৃত শিক্ষিকার বেতনের টাকা তুলে সেই নতুন শিক্ষিকাকে দেওয়া হচ্ছে বলে দেবব্রতবাবুর অভিযোগ।

এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। তিনি বলেন, এখানে টাকাটা কোন ব্যক্তিগত একাউন্টে আসে না। টাকা আসে ইউনিট হিসেবে অর্থাৎ পার হেড হিসাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =