শি জিনপিং-এর সাথে বৈঠকে বন্ধুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: বিদেশ ডেস্ক  :: রবিবার ৩১,আগস্ট :: ভারত ও চীনের সম্পর্ককে নতুন দিশা দিতে এগিয়ে এলেন দুই দেশের শীর্ষ নেতা। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে রবিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সংকল্প প্রকাশ করেন। প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বলেন, “ভারত ও চীন বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার দেশ, একইসাথে বৃহত্তম জনসংখ্যার আবাসস্থল।এই দুই দেশের সঠিক সিদ্ধান্ত হবে বন্ধু হয়ে একসাথে এগিয়ে চলা। ড্রাগন ও হাতি যদি একসাথে আসে, তবে বিশ্ব শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “ভারত ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যদি আমাদের সম্পর্ক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে যায়, তবে তা শুধু ভারত-চীন নয়, গোটা মানবজাতির জন্য মঙ্গলজনক হবে।”

বৈঠকে সীমান্ত সমস্যা সমাধান ও পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন উভয় পক্ষ। মোদি স্পষ্টভাবে জানান, ভারতের অবস্থান শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার নীতিতেই অবিচল।

কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক বৈঠক দুই প্রতিবেশী দেশের মধ্যে বহুদিনের অচলাবস্থা কাটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে সীমান্ত ইস্যু সমাধান এবং আস্থা পুনর্গঠনের পথে এই বন্ধুত্ব কতটা টেকসই হবে, সেটাই এখন দেখার বিষয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 15 =