উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২৫শে ডিসেম্বর ‘আবেগপরিবার’ যে শীতকালীন কর্মসূচি গ্ৰহণ করেছিল, তা সম্পন্ন করেছে। বড় দিনের আমেজের সাথে শীতের একটা দিন তাদের সঙ্গে কাটাতে ও ‘শীতবস্ত্র-কম্বল’ তাদের হাতে তুলে দিতে ‘আবেগপরিবার’ পুরুলিয়ার কালিঝারনা, উসুলডুংরি , বড়গোরা, ছাতরাজারা এই চারটি গ্ৰামে যায়।
মোট ৬০০ টি কম্বল দেওয়া হয় গ্ৰাম বাসীদের হাতে । বড় দিন উপলক্ষে ২৪০টি বাচ্চার হাতে কেক ও মাস্ক দেওয়া হয়।এছাড়া নতুন ও পুরাতন জামা কাপড় প্রায় , ৬০ বস্তা সংগ্ৰহ করা প্রয়োজন মতো তাদের হাতে তুলে দেওয়া হয়।১০০ জন মহিলাকে ন্যাপকিন দেওয়া হয়।
গ্ৰামের মানুষদের আন্তরিকতা ও সহযোগিতা সংস্থার কাজের উৎসাহ বাড়িয়েছে।এছাড়া সেখানের প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোরম।বাচ্চাদের সাথে বড়দিন উদযাপন ও কাজ করার অভিজ্ঞতা বেশ মধুর ।