নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: সোমবার ২৫,নভেম্বর :: শীতলকুচি বাজারে সারের কালোবাজারি অভিযোগ উঠল। কৃষকদের অভিযোগ পেয়ে এদিন একটি সারের দোকানে যান শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবহান মিয়া। ওই দোকানে সার কিনতে আসা এক ব্যক্তির কাছ থেকে বেশি দাম নেওয়া হয় বলে অভিযোগ ।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়া জানান, কয়েকদিন ধরেই বাসিন্দারা অভিযোগ জানাচ্ছিল । এদিন বাজারে এলে দেখতে পাই সত্যিই সারের দাম বেশি নেওয়া হচ্ছে। কৃষকরা ধান বিক্রি করে সার কিনছেন। কিন্তু কিছু ব্যবসায়ী কৃষকদের কাছে থেকে বস্তা পিছু কয়েকশ টাকা বেশি নিচ্ছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানাবো।