নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: সোমবার ৩০,জুন :: সোমবার সকাল ১১ টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় দুদিন আগেই ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরেছে জয়দীপ বর্মন নামের ওই যুবক। সোমবার সকালে জয়দেবের মা তাকে চা খাওয়ার জন্য ডাকলে ঘর থেকে কোন সাড়া মেলেনি।
এরপরে পাশের বাড়ি থেকে একজনকে ডেকে এনে ঘরের জানালা ভাঙতে বলেন তার মা, জানলা ভাঙতেই চোখে পড়ে এক নির্মম দৃশ্য যুবক তার বিছানার পাশেই গলায় গামছা দিয়ে ঝুলে রয়েছে। এই দৃশ্য দেখার পর ভেঙে পড়ে জয়দেবের মা ডুকরে ডুকরে কাঁদতে থাকেন তিনি।
তিনি জানান গত রাতেও সকলে একসাথে বসে রাতের খাওয়া খেয়ে নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অর্থাৎ সোমবার জয়দীপ দেরি করে ঘুম থেকে উঠে বলে চা খাওয়ার নাম করে তাকে ডাকতে যায় তার মা।
এরপর সাড়া না দেওয়ায় সন্দেহ হয় তার মায়ের। এই ঘটনার পর বাড়িতে ভিড় জমে যায় স্থানীয় লোকজনদের ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শীতলকুচি থানার পুলিশ, এরপর দেহটি উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। তবে কি কারনে ওই যুবক আত্মঘাতী হলেন সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।