শীতলাবাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল সালজার স্পিট ভাইপার প্রজাতির বিষধর একটি সাপ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বানারহাট :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: বানারহাটের আদর্শপল্লীর শীতলাবাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল সালজার স্পিট ভাইপার প্রজাতির বিষধর একটি সাপ।বন্যার জলে সাপটি এই এলাকায় ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে৷ হালকা সবুজ রঙের অপরিচিত সাপটিকে দেখে স্থানীয় বাসিন্দারা ভীড় জমান। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + five =