নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: চলতি সপ্তাহ থেকে শীতের প্রভাব বেড়ে চলেছে রাজ্য জুড়ে গত তিন থেকে পারদ নিম্নমুখী। রাজ্য বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও পারদ নিম্নমুখী।
গত কয়েকদিন থেকে আকাশ মেঘলা সাথে বইছে শীতল হাওয়া যার ফলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির টেম্পারেচার ভোর পাঁচটায় ১২° ডিগ্রি থেকে শুরু হচ্ছে এরপর সকাল ৭টায় ১৪° হয়ে দুপুরে ২২° ডিগ্রি।
দেখা যাচ্ছে সকালে তাপমাত্ৰা নিম্নমুখীর ফলে স্থানীয় মানুষেরা কুলটির জিটি রোডের পাশে আগুন লাগিয়ে শীতের দাপট থেকে একটু রেহায় পাওয়ার চেষ্টা করছে সে দৃশ্য দেখা মিললো আজ সকাল ১০টায়

