নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৬,ডিসেম্বর :: শীতকাল মানেই মেলার মরসুম—তবে এ যেন একেবারে ব্যতিক্রমী মেলা। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির প্রাঙ্গণে বসেছিল এক অনন্য ‘বিয়ের মেলা’।
বিধায়ক খোকন দাসের উদ্যোগে অনুষ্ঠিত এই গণবিবাহের আসরে হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি আটটি রাজ্যের মোট ১২৫ জোড়া পাত্র-পাত্রীর একই ছাদের তলায় এই শুভ বিবাহ সম্পন্ন হয়।
এদিন সকাল থেকেই কঙ্কালেশ্বরী মন্দির চত্বর উৎসবের রঙ্গিন হয়ে ওঠে। বর পক্ষের অবস্থান ছিল টাউন হলে। সেখান থেকে ৩০ রকমের বাজনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরযাত্রী পৌঁছয় বিয়ের মণ্ডপে।
দুই পক্ষের জন্য দু’বেলা ভোজের সুব্যবস্থা, গান-বাজনা আর আনন্দ-উৎসবে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
প্রত্যেক পাত্রীর জন্য আলাদা করে সাজানো ছিল মণ্ডপ। দেওয়া হয়েছিল যাবতীয় দানসামগ্রী, যার তালিকাও ছিল নজরকাড়া। গত ১২ বছরে এই মঞ্চ থেকে ১২০০-রও বেশি বিয়ে সম্পন্ন হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
এদিকে এই মন্ডপেই এক ব্যাতিক্রম বিবাহ দেখা গেলো পাত্র পাত্রীর,বাড়ির দেখা শোনাতেই এক প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করলো এক চাকরীজীবি পাত্র,।
এই বৃহৎ আয়োজনের নেপথ্যে রয়েছেন বিধায়ক খোকন দাস। তাঁর আহ্বানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, বেশ কয়েকজন বিধায়ক ও ৩০ জনের বেশি কাউন্সিলর। ছিলেন অসংখ্য উৎসাহী মানুষও।

