নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ১১,ফেব্রুয়ারি :: এখনো বেশ কয়েকদিন বাকি সরস্বতী পুজোর তার আগেই চাহিদা বেড়েছে চাষের কুলের। দেশি কুলের পাশাপাশি চাষের কুল ছেয়ে গিয়েছে বাজার। লাভের মুখ দেখছেন কুল চাষিরা। এই কুল জেলা তথা এ রাজ্য ছাড়িয়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। নদীয়ার শান্তিপুরের চাষীরা এই চাষে লাভের মুখ দেখায় , অনেক চাষিরাই কুল চাষ করছেন বর্তমানে ।এখানে বেশ কয়েক রকমের কুল চাষ করছেন, যেমন মিস ইন্ডিয়া ,বায়ো, বল সুন্দরী, করমচা,তাইওয়ান সহ বিভিন্ন রকমের কুল চাষ করছেন চাষিরা। ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে। চাষিরা বলেন তাদের এই কুল ফুলিয়া রানাঘাট শান্তিপুর বাজার সহ ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে। চাহিদা থাকায় খুশি কুল চাষীরা।