শীতের শুরুতেই পর্যটকদের ক্যামেরাবন্দি সুন্দরবনের দক্ষিণ রায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সোমবার ৩,নভেম্বর :: প্রতিবছর শীতকালে সুন্দরবনের দক্ষিণ রায়কে দর্শন করা ও সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ম্যানগ্রোভ বাদাবনে ভিড় জমায় কয়েক হাজার পর্যটক। রাজ্য থেকে শুরু করে দেশ তথা বিদেশ থেকে পর্যটকরা অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ছুটে আসে সুন্দরবনে।

সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের বাড়তি পাওনা রয়েল বেঙ্গল টাইগার। তবে ঘুরতে আসা পর্যটকদের সচরাচর দর্শন দেয়না দক্ষিণ রায়। তবে এখন বছরভরই আনাগোনা পর্যটকদের। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন কিন্তু সকলের ভাগ্যে নেই। রবিবার সুন্দরবনের কৈখালী ঘাটের কাছে বিশালক্ষী খালের ধারে জঙ্গলে চোখ রেখেছিলেন পর্যটকেরা।

হঠাৎ করে বিস্ময়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যান এক পর্যটক। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা তিনি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি সতীর্থদের উদ্দেশে চাপা গলার বলে ওঠেন, ‘বাঘ, বাঘ…’। প্রথমে সতীর্থরা ভেবেছিলেন, তিনি হয়তো ঠাট্টা করছেন। পরে তারাও বাঘ দেখে উল্লাসে ফেটে পড়েন।

ওই লঞ্চে ছিলেন প্রায় ২০ জন পর্যটক। শুক্রবার তারা সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। রবিবার বাড়ি ফেরার সময়ে বাঘ দেখতে পান। অধিকাংশই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। স্থানীয় বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকেই ফিরে যায়। তবে পর্যটকদের বাঘ দেখার খবরটি চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুন্দরবনের লঞ্চ মালিকদের একাংশের কথায়, ‘শীত আসার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যা বাড়ে প্রতি বছরই। কিন্তু বাঘের দেখা পাওয়ার খবরে আলাদা করে পর্যটকরা আকর্ষিত হবে বলে মনে করা হচ্ছে।’ ফলে আগামী কয়েক মাসে অপেক্ষাকৃত বেশি পর্যটক সুন্দরবনে আসবে বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =