সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: মঙ্গলবার ৫,ডিসেম্বর :: শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে সুন্দরবন। ইতিমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বহু পর্যটকেরা সুন্দরবন এ ভিড় জমিয়েছে। আর পর্যটকদের সুন্দরবনের আশার একটি অন্যতম কারণ হলো রয়েল বেঙ্গল টাইগার। রয়েল বেঙ্গল টাইগার দর্শন করতে বারবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসে এই বাদাবনে।
সুন্দরবনে এসে বাঘের দেখা পাওয়া কার্যত ভাগ্যের দরকার। গতকাল নদীপক্ষে বক্ষে ভ্রমণের সময় পর্যটকদের দর্শন দেয় দক্ষিণ রায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কলকাতা থেকে এক দল পর্যটকেরা ভ্রমণের জন্য সুন্দরবনে আসে । একটি লঞ্চ করে সুন্দরবন রাখবো প্রকল্প এলাকার ভ্রমণ করার সময় দেখতে পায়
একটি বাঘ নদীর সাঁতরে পীরখালী জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যায় পর্যটকেরা। চোখের সামনে এই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলেননি তারা। শীতের মরশুমের শুরুতে এভাবে বাঘ দর্শন পেয়ে খুশি পর্যটকেরা।