নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: রবিবার ২২,ডিসেম্বর :: শীতের সকালে কিসামত দশগ্রামের বিভিন্ন বুথে জনসংযোগ কর্মসূচি তৃণমূলের। রবিবার সকাল ৮টা নাগাদ এই কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, কিসামত দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। মূলত সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি সেইসব সমস্যা সমাধান করার মধ্য দিয়ে জনসংযোগ বৃদ্ধি করতেই তৃণমূলের এই কর্মসূচি বলে জানা গেছে।