কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২১,ডিসেম্বর :: শীত পড়তেই এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হল আজ প্রায় ৫০০ কম্বল বিতরণ করা হয়।
কালিয়াচক থানার আলিপুর ১ ও জালয়া বাথান অঞ্চল এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। সুজাপুর বিধানসভা কেন্দ্রের সলেপুর, দারিয়াপুর কাশিম নগরে গিয়ে অসহায় মানুষদের নিজের হাতে কম্বল তুলে দেন ট্রাস্টের কর্ণধার তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান।