নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার অনুব্রত মণ্ডলের শুনানি ছিল আসানসোল সিবিআই আদালতে। কোনও জামিনের আবেদন করা হয়নি এদিন সেই কারণে স্বল্প শুনানির পরেই বিচারক তাকে ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। অনুব্রত মন্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ জানিয়েছেন আমরা উচ্চ আদালতে যাব বলেই কোনও জামিনের আবেদন করিনি।
এদিন এজলাসে স্বভাবসিদ্ধ অনুব্রত মন্ডল। বীরভূম থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে অনুব্রত মণ্ডল তখন দলীয় সিদ্ধান্ত দিতে ব্যস্ত। সেই সময়ই পুলিশকর্মী তাকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন তখনই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনুব্রত মণ্ডল বলে ওঠেন দেখছেন না কথা বলছি।
বীরভূমের জেলা সভাধিপতি মলয় মুখোপাধ্যায় এদিন এসেছিলেন। তার সঙ্গে ছিলেন বীরভূমের আরও বেশ কয়েকজন নেতা। তারা এজলাসের ভেতরেই শুনানির পর অনুব্রত মন্ডলের সঙ্গে দলীয় প্রয়োজনীয় কথাবার্তা সেরে নেন। অনুব্রত মণ্ডল জানান সবাইকে সঙ্ঘবদ্ধ ভাবে পঞ্চায়েত ভোটে লড়তে হবে। মলয় মুখোপাধ্যায় বাইরে এসে জানান ” সবাইকে সঙ্ঘবদ্ধ ভাবে একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন উনি। সেই মতোই আমরা কাজ করব।”